নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন জোয়ানপুর দ্বিমুখী উচ্চ দিব্যালয়টি সরদার আমজাদ আলী বি.কম (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক) জোয়ানপুর গ্রামে একটি হাই স্কুল স্থাপন করার উদ্যোগ নেন। তার উদ্যোগে নূর মোহাম্মদ সরদার আর্থিক সহযোগীতার হাত বাড়ান। নূর মোহাম্মদ সরদার এর অন্যান্য ভাই সহ গ্রামের গণ্য-মান্য ব্যাক্তিরা সামর্থ অনুযায়ী জমি অর্থ শ্রম বাঁশ কাঠ অন্যান্য সামগ্রী দিয়ে ০১/০১/১৯৬৪ সালে বিদ্যালয়টি স্থাপন করেন। ০১/০১/১৯৬৫ সালে বিদ্যালয়টি ১ম স্বীকৃতি লাভ করে। হাঁটি হাঁটি পায়ে কালের বিবর্তনে বর্তমান সরকারের উন্নয়ন ধারায় মাটির ঘর ভেঙ্গে দু-তলা ভবন হয়েছে। ছায়া ঘেরা, পাখি ডাকা, গ্রামিন পরিবেশে জৈনপুর মৌজার জোয়ানপুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি শিক্ষা বিস্তারে গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখেছে। যারা বিদ্যালয়টি স্থাপন করেছেন তাদের আত্মার সর্বাত্মক মাগফিরাত কামনা করি। আমি বিদ্যালয়টির উত্তর উত্তর উন্নতি কামনা করি। (প্রধান শিক্ষক)